১) এশিয়ান গেমসের অপর নাম কী?
- এশিয়াড।
২) প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল?
- ভারতে (১৯৫১সালে)।
৩) কত বছর অন্তর অন্তর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়?
- চার বছর অন্তর।
৪) এশিয়ান গেমসের তত্ত্বাবধায়ক সংস্থা কোনটি?
- অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (১৯৮২ সাল থেকে; তার আগে অর্থাৎ ১৯৫১ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এই খেলাটি পরিচালনা করত এশিয়ান গেমস ফেডারেশন)।
৫) ২০১৮ সালের এশিয়ান গেমসটি কততম সংস্করণ?
- ১৮তম (আয়োজক দেশ- ইন্দোনেশিয়া)।
৬) ১৮তম এশিয়ান গেমস কবে শুরু হয়েছিল?
- ১৮ই আগস্ট, ২০১৮ (শেষ হল ২রা সেপ্টেম্বর)।
৭) কে উদ্বোধন করেন?
- Joko Widodo (ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি)।
৮) নীতিবাক্য (Motto) কী ছিল?
- এনার্জি অফ এশিয়া।
৯) ম্যাসকট কী ছিল?
- Bhin bhin, Atung।
১০) কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল?
- ৪৫টি দেশ।
১১) কোন দেশ সবথেকে বেশি পদক জিতল?
- চীন (১৩২টি সোনা সহ মোট ২৮৯টি পদক)।
![]() |
দেশভিত্তিক পদকের তালিকা (ছবি- টুইটার) |
১২) ভারতের পদকসংখ্যা কত?
- মোট ৬৯টি (সোনা-১৫, রূপো-২৪ এবং ব্রোঞ্জ ৩০)।
১৩) পদক জয়ের দিক থেকে ভারতের স্থান কত?
- অষ্টম।
১৪) ভারতের হয়ে কারা পতাকা বহন করেন?
- নীরজ চোপড়া (উদ্বোধনের দিন), রানী রামপাল (সমাপ্তির দিন)।
১৫) পরবর্তী (২০২২ সালের) এশিয়ান গেমস কোথায় আয়োজিত হবে?
- চীন (১০-২৫ সেপ্টেম্বর, ২০২২)।