২রা সেপ্টেম্বর ১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ২রা সেপ্টেম্বর কোন দিবস হিসেবে পালিত হয়?
-  বিশ্ব নারিকেল দিবস।
২)  এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে কে ভারতের হয়ে পতাকা বহন করলেন?
- রানী রামপাল (ভারতীয় মহিলা হকি দলের অধিনায়িকা)।
৩)  2018 এশিয়ান গেমসে ভারত মোট কতগুলি পদক পেল?
- মোট ৬৯টি (সোনা ১৫, রূপো ২৪ এবং ব্রোঞ্জ ৩০টি)।
৪) কোন বলিউড অভিনেতাকে উত্তরাখণ্ডের মাদক বিরোধী প্রচারের 'ব্র্যান্ড এম্বাসেডার' করা হল?
উত্তর- সঞ্জয় দত্ত।
৫) মুম্বাই বিমানবন্দরে নতুন কি নামকরণ করা হলো?
-  ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর।