৩রা সেপ্টেম্বর'১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১)  এই প্রথমবার, ২০২১ সালের জনগণনা কোন কোন তথ্য সংগ্রহ করা হবে?
- অন্যান্য অনগ্রসর শ্রেণী(OBC) সম্পর্কিত তথ্য।
২) সম্প্রতি কোন হাইকোর্ট ফতোয়া জারি করাকে অসাংবিধানিক আখ্যা দিল?
- উত্তরাখণ্ড হাইকোর্ট।
৩) ২০১৮ এশিয়ান গেমসে কোন জাপানি সাঁতারু সবথেকে দামি খেলোয়াড়ের তকমা পেলেন?
- ইকি রিকাকো (Ikee Rikako)।
৪)  ভারতের প্রথম কোন কবি ওয়াশিংটনের লাইব্রেরী অফ কংগ্রেসে কবিতা রেকর্ড করলেন?
- কবি অভয় কে।
৫)  কোথায় প্রথম আন্তর্জাতিক খো খো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে?
- ইংল্যান্ডে।
৬)  জাতীয় ঔষধি পরিষদের সপ্তম সভা কোথায় আয়োজিত হয়েছে?
-নতুন দিল্লি।
৭)  ইংল্যান্ডের কোন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করলেন?
-অ্যালাস্টেয়ার কুক (Alastair Cook)।
৮) ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশনের নতুন সভাপতি কে?
- এন পি সিং।
৯)  কোন খেলোয়াড় উয়েফা মেনস প্লেয়ার অফ দি ইয়ার (Mens Player of the Year 2017-18) সন্মান পেলেন?
- লুকা মোদরিক (Luka Modric)।
১০)  হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড-এর নতুন প্রধান কে?
- আর মাধবন।