৪ঠা সেপ্টেম্বর ১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১)  আজ ৪ঠা সেপ্টেম্বর কোন বিখ্যাত ভারতীয়র জন্মদিন?
- দাদাভাই নৌরোজি (The Grand Old Man of India বলা হয়)।
২) ভারতের রাষ্ট্রপতি মাননীয় শ্রী রামনাথ কোবিন্দ সম্প্রতি সাইপ্রাস সফরে গিয়েছিলেন। সাইপ্রাসের রাজধানীর নাম কী?
- নিকোসিয়া (Nicosia)।
৩) কোন রাজ্য ভামশাহ প্রকল্পের আওতায় বিপিএল পরিবারের মহিলাদের একটি করে মোবাইল ফোন দেবে?
- রাজস্থান।
৪) ভারতের প্রথম কোথায় শিশুদের জন্য স্পা (Spa) খোলা হলো?
- হায়দ্রাবাদ।
৫)  International Aviation Summit কোথায় শুরু হলো?
- নতুন দিল্লি।
৬)  নীতি আয়োগ-এর বর্তমান মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কে?
- অমিতাভ কান্ত।
৭)  Moving on, Moving forward: A Year in Office- বইটি কার লেখা?
- মাননীয় শ্রী বেঙ্কাইয়া নাইডু (ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি)।