১) ৫ই সেপ্টেম্বর কোন দিবস হিসেবে পালিত হয়?
- শিক্ষক দিবস (ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষ্যে)।
২) কে মিস ইন্ডিয়া ইউনিভার্স২০১৮ খেতাব জিতলেন?
- নেহাল চূড়াসমা।
৩) দক্ষিন এশিয়ার কোন দেশ ২০১৭ সালে পর্যটকদের সংখ্যা সর্বাধিক ছিল?
- ভারত।
৪) ভারত-কাজাখস্তানের যৌথ সামরিক মহড়ার নাম কী?
- কাজিন্দ (KAZIND)।
৫) কোন কেন্দ্রশাসিত অঞ্চল জাতীয় স্বচ্ছ বিদ্যালয় পুরষ্কার জিতল?
- পুদুচেরি।
৬) ভারত শীঘ্রই জন-পরিবহনের ক্ষেত্রে কোন ব্যবস্থা শুরু করতে চলেছে?
- 'One Nation- One Card'।
৭) সুনামির মোকাবিলার জন্য নৌবাহিনীর বিশেষ মহড়া 'IOwave18' কোথায় শুরু হল?
- ভারত মহাসাগরে।
৮) ভারতের কোথায় এই প্রথমবার 3×3 FIBA World Tour Masters আয়োজিত হবে?
- হায়দ্রাবাদ।
৯) কোন দেশের নৌবাহিনী অস্ট্রেলিয়ায় আয়োজিত 'কাকাডু কাপ ২০১৮ জিতল?
- ভারত।
১০) ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স ২০১৮ কে জিতলেন?
- লিউস হ্যামিল্টন।