৬ই সেপ্টেম্বর ২০১৮ কারেন্ট এফেয়ার্স ক্যুইজ

১) ভারতীয় সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ঘোষণা করল "সমকামিতা অপরাধ নয়"। এটি ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ছিল?
- ৩৭৭ নং ধারা।
২) কোন দেশ ২০২০ সালে মঙ্গল অভিযান করবে যার নাম দেওয়া হয়েছে 'HOPE'?
- সংযুক্ত আরব আমিরশাহী।
৩) গত ২৫ বছরের মধ্যে সবথেকে শক্তিশালী টাইফুন যা সম্প্রতি জাপানে আছড়ে পড়েছিল, সেটির নাম কী?
- টাইফুন জেবি (Typhon Jebi)।
৪) ওম প্রকাশ মিথারভাল এবং সৌরভ চৌধুরী কোন খেলার সঙ্গে যুক্ত?
- শ্যুটিং (চলতি ISSF ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে দুজনেই সোনা জিতলেন, ওম- ৫০মিঃ পিস্তলে, সৌরভ ১০ মিটার পিস্তল ইভেন্টে)।
৫) ইসরো (ISRO) কোথায় ওয়ারসিজ গ্রাউন্ড স্টেশন স্থাপন করতে চলেছে?
- উত্তর মেরুতে।
৬) কোথায় প্রথমতম ভারত-মার্কিন ২+২ দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হল?
- নতুন দিল্লিতে।
৭) দ্বিতীয় বিশ্ব হিন্দু কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হবে?
- শিকাগো।