28 শে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

28 শে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) আজকের দিনটি ভারতে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালিত হয়।
স্মরণীয়- বিশ্ববরেণ্য পদার্থবিদ সি ভি রমন কর্তৃক 1928 সালের 28 ফেব্রুয়ারি রমন এফেক্টের আবিষ্কার।
এবছরের থিম- সায়েন্স ফর দ্য পিপল অ্যান্ড দ্য পিপল ফর সায়েন্স।

2) নতুন দিল্লির বিজ্ঞানভবনে শান্তি স্বরূপ ভাটনগর প্রাইজ ফর সায়েন্স এন্ড টেকনোলজি বিতরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরস্কৃত হলেন এই তিনজন- প্রফেসর অনন্ত রামকৃষ্ণন, প্রফেসর অবিনাশ কুমার আগরওয়াল এবং প্রফেসর নীতিন সাক্সেনা।

3) ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং ব্যাঙ্ক অফ জাপান একটি দ্বিপাক্ষিক বিনিময় চুক্তি সম্পন্ন করল।

4) ভারতীয় রেলের পক্ষ থেকে ভারত-পাক সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হল।

5) ইরানে আয়োজিত মাকরান কাপ বক্সিং টুর্ণামেন্টে সোনা জিতলেন দীপক সিং, অন্যান্য 5 জন রৌপ্য পদক জিতলেন।

6) উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত বৈঠক ব্যর্থ হলো।