Top 10 GK Set-1

Top 10 GK

Part- 1

বিভিন্ন বিষয়ের বাছাই করা দশটি জিকে। উত্তর নীচে দেওয়া আছে।
সেরা দশটি জিকে- Top 10 GK


1. কোন রাষ্ট্রের কোনো রাজধানী নেই?
[A] পালাউ
[B] ভ্যাটিকান সিটি
[C] নাউরু
[D] কম্বোডিয়া
উত্তর- [C] নাউরু

2. কেইবুল লামজাও (Keibul Lamjao), পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
[A] আসাম
[B] ত্রিপুরা
[C] মণিপুর
[D] মেঘালয়
উত্তর- গ) মণিপুর

3. "সিক্স মেশিন" বইটি কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী?
[A] সচিন টেন্ডুলকার
[B] ক্রিস গেইল
[C] ইমরান খান
[D] এবি ডি ভিলিয়ার্স
উত্তর- ক্রিস গেইল

4. ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রথম কে পেয়েছিলেন?
[A] পৃথ্বীরাজ কাপুর
[B] বি এন সরকার
[C] পঙ্কজ মল্লিক
[D] দেবিকা রানী
উত্তর- দেবিকা রানী

5. কোন বছর ভারতে নাগরিকত্ব আইন পাশ হয়েছিল?
[A] 1950
[B]1955
[C]1960
[D] 1965
উত্তর- 1955

6. কোন বছরে ভারতের প্রথম স্যাটেলাইট অর্যভট্ট উৎক্ষেপণ করা হয়েছিল?
[A] 1975
[B] 1970
[C] 1978
[D] 1965
উত্তর- 1975

7. গ্যাস ফুটো সনাক্তকরণের জন্য এলপিজি সিলিন্ডারে কোন ঝাঁজালো গন্ধযুক্ত যৌগটি যুক্ত করা হয়?
[A] ইথানল
[B] থিওএথানোলামাইন
[C] মিথেন
[D] ক্লোরোফর্ম
উত্তর- [B] থিওএথানোলামাইন

8. কোন ভিটামিনকে ভিটামিন-H বলা হয়?
[A] ভিটামিন বি 3
[B] ভিটামিন বি 7
[C] ভিটামিন বি 12
[D] ভিটামিন বি 5
উত্তর- [B] ভিটামিন বি7

9. লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?
[A] গণেশ বাসুদেব মাভালঙ্কর।
[B] এম এ আইয়াং
[C] সরদার হুকম গান
[D] এন সঞ্জীব রেড্ডি
উত্তর- গণেশ বাসুদেব মাভালঙ্কর।

10. কোনটি ভারতের প্রথম মিউনিসিপ্যাল করপোরেশন (পৌর নিগম)?
[A] বোম্বে
[B] এলাহাবাদ
[C] কলকাতা
[D] মাদ্রাস
উত্তর- [D] মাদ্রাস (1687 সালে প্রতিষ্ঠিত)


Pages
1 2 3 4 5
6 7 8 9 10