27 শে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

27 শে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) প্রধানমন্ত্রী নেরেন্দ্রমোদী 2019 সালের জাতীয় যুব সংসদ সদস্যের বিজয়ীদের পুরস্কার প্রদান করলেন।
প্রথম পুরস্কার: শ্বেতা আমরে, নাগপুর, মহারাষ্ট্র।
দ্বিতীয় পুরস্কার: অঞ্জনাক্ষী এমএস, বাঙ্গালুরু, কর্ণাটক।
তৃতীয় পুরস্কার: মমতা কুমার, পাটনা।

2) অন্ধ্র প্রদেশের জন্য একটি পৃথক রেলওয়ে জোন- সাউথ কোস্ট জোনের সম্মতি দিল কেন্দ্র, যার হেডকোয়াটার হবে বিশাখাপত্তনমে।

3) ISSF বিশ্বকাপে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে সোনা জিতল মানু ভাকের এবং সৌরভ চৌধুরী।

4) ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দ্বিতীয় পর্যায়ের বৈঠক শুরু করলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

5) দ্বিতীয়বারের জন্য নাইজেরিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মুহাম্মদু বুহারি, কার্যকাল 4 বছর।

6) হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলেন নেপালের পর্যটন এবং বিমান পরিবহন মন্ত্রী রবীন্দ্র অধিকারী।