26 শে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) গান্ধী শান্তি পুরস্কার (2015, 2016, 2017, 2018) প্রদান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
2015:- বিবেকানন্দ কেন্দ্র,
2015:- বিবেকানন্দ কেন্দ্র,
2016:- যৌথভাবে অক্ষয় পাত্র ফাউন্ডেশন ও সুলভ ইন্টারন্যাশনাল,
2017:- একাল অভিযান ট্রাস্ট,
2018:- জাপানের য়োহেই সাসকাওয়া।
2) সার্জিক্যাল স্ট্রাইক 2- বালাকোটে জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবির এ হামলা চালানো ভারতীয় বায়ুসেনা।
3) স্বদেশী প্রযুক্তিতে তৈরি কুইক রিচ সারফেস টু এয়ার মিসাইল (QRSAM) লঞ্চ করল DRDO ।
4) 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভেরোনিকা মেজর।
5) দুর্নীতির অভিযোগে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কৃত হলেন শ্রীলংকার প্রাক্তন অধিনায়ক সনৎ জয়সূর্য।
6) কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং জানালেন, রাজস্থান এবং ছত্রিশগড় ছাড়া সমস্ত রাজ্যের সামগ্রিক বিদ্যুতায়ন সম্ভব হয়েছে।