25 শে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় যুদ্ধ স্মারক (ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল) জাতির উদ্দেশ্যে সমর্পন করলেন।
2) কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী নীতিন গড়করি জাতীয় জল পুরস্কার (ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড) ঘোষণা করলেন। শ্রেষ্ঠ রাজ্যের পুরস্কার পেল মহারাষ্ট্র।
3) রেলমন্ত্রী পীযূষ গোয়েল আজ রেল দৃষ্টি ড্যাশবোর্ড এর সূচনা করলেন।
4) মুম্বাইয়ে আয়োজিত দ্বিতীয় একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডকে হারাল ভারতীয় মহিলা দল।
5) শুরু হলো 91 তম অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেরা ছবি গ্রীন বুক, শ্রেষ্ঠ অভিনেতা রামি মালেক, অভিনেত্রী অলিভিয়া কোলম্যান।
6) ইরানের চাবাহার বন্দর দিয়ে ভারতে পণ্য পরিবহন শুরু করল আফগানিস্তান।
7) ভারতীয় গ্র্যান্ডমাস্টার অভিজিৎ গুপ্ত ক্যান ইন্টারন্যাশনাল ওপেন ট্রফি জিতলেন।