জাতীয় এবং আন্তর্জাতিক

জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ

চাকরির পরীক্ষার জন্য জেনে রাখা প্রয়োজন সেইরকম জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনার নির্যাস। ব্র্যাকেটে তারিখ দেওয়া হল।
জাতীয়
  • 'একটি পরিবার একটি চাকরি'- প্রকল্প ঘোষণা করল সিকিম। 
  • সাধারণ শ্রেণীতে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীগুলির সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে 10 শতাংশ সংরক্ষণের বাস্তবায়নে গুজরাট প্রথম রাজ্য।
  • মুম্বাইয়ে ভারতীয় সিনেমা মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (18)
  • মহারাষ্ট্রের নাগপুরে শুরু হল বিশ্ব কমলালেবু মেলা (18)।
  • সিবিআই-এর নতুন অধিকর্তা নিযুক্ত হলেন ঋষি কুমার শুক্লা। (1/2)
  • সফলভাবে উৎক্ষেপণ করা হল GSAT 31, এটি ইসরোর 40 তম যোগাযোগ রক্ষাকারী উপগ্রহ। (6/2)
  • বর্তমানে LPG ব্যবহারকারী এবং আমদানিকারী হিসেবে দ্বিতীয় বৃহত্তম দেশ হল ভারত, প্রথম স্থানে রয়েছে চীন। (8/2)
  • প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের জন্য দূরদর্শনের একটি নতুন চ্যানেলের উদ্বোধন করলেন, যার নাম অরুণপ্রভা। (9/2)
  • দেশের সর্বোচ্চ মুগা সিল্ক প্রস্তুতকারী হিসেবে সম্মানিত হল আসাম। (9/2)
  • কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গিহানা, প্রাণ হারালেন 40 জন জওয়ান। (14/2)
  • নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন সুশীল চন্দ্র। বর্তমানে নির্বাচন কমিশনের তিনজন সদস্য হলেন সুনিল আরোরা (মুখ্য নির্বাচন কমিশনার), অশোক লাভাসা এবং সুশীল চন্দ্র। (14/2)
  • ভারতের প্রথম সেমি হাই স্পিড ইঞ্জিন-বিহীন ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হল। ট্রেনটি চলবে নতুন দিল্লি থেকে বেনারস। (15/2)
  • ভারতীয় বায়ু সেনার প্রদর্শনমূলক অনুষ্ঠান বায়ুশক্তি 2019 অনুষ্ঠিত হলো রাজস্থানের পোখরানে। (16/2)
  • বেঙ্গালুরুর য়েলাহ্যাংকা এয়ারফোর্স স্টেশনে শুরু হল দ্বাদশ 'এরোইন্ডিয়া' (AeroIndia) প্রদর্শনী। (20/2)
  • কেরালার তিরুবন্তপুরমে অনুষ্ঠিত হল আট্টুকাল পোঙ্গলা। এই ধর্মীয় অনুষ্ঠানে একদিনে সর্বাধিক সংখ্যক মহিলার (প্রায় 25 লক্ষ) সমাবেশ ঘটে যা বিশ্ব রেকর্ড। (20/2)
  • নাগাল্যান্ডের রে প্রথম লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন বিচারপতি উমানাথ সিং। (22/2)
  • সার্জিক্যাল স্ট্রাইক 2- বালাকোটে জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবির এ হামলা চালানো ভারতীয় বায়ুসেনা। (26/2)
  • কর্ণাটকের বন্দীপুর ব্যাঘ্র অভয়ারণ্যে অগ্নিকান্ড। (4/3)
  • ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের চেয়ারম্যান নিযুক্ত হলেন বিহারের ভগবান লাল সাহানি। (4/3)
  • স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ভারত-বাংলাদেশ সীমান্তে স্মার্ট ফেন্সিং (বেড়া)-এর উদ্বোধন করলেন। (5/3)
  • ভারতের প্রথম লোকপাল নিযুক্ত হলেন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ। (19/3)
  • ভারতের প্রথম ট্রান্সজেন্ডার নির্বাচন দূত হলেন গৌরী সাওয়ান্ত। (21/3)
  • বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক আনুষ্ঠানিকভাবে ব্যাংক অফ বরোদার অন্তর্ভূক্ত হল। (1/4)
  • বৈদ্যুতিন মাধ্যমে শিক্ষার প্রসারে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল তেলেঙ্গানা রাজ্য।(3/4)
  • কান্ধমল হলদির জি আই ট্যাগ পেল ওড়িশা। (4/4)
  • বিমানে ইন্টারনেট এবং সেলুলার পরিষেবা প্রদানের অনুমতি পেল বিএসএনএল। (5/4)
  • ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত ইউএস আর্মি কলেজে ইন্টারন্যাশনাল হল অফ ফেম-এ অন্তর্ভুক্ত হলেন। (6/4)
  • ভারতের মধ্যে প্রথম গুয়াহাটি রেল স্টেশন ISO শংসাপত্র পেল। (7/4)
  • ফোর্বস ম্যাগাজিনের মতে ভারতের সেরা ব্যাংক হল এইচডিএফসি ব্যাংক। (12/4)
  • গুরুগ্রামে ভারতের প্রথম ভোটার পার্কের উদ্বোধন করা হল। (15/4)
  • ভারতের প্রথম মহিলা বিজ্ঞানী যিনি ইংল্যান্ডের রয়েল সোসাইটির ফেলোশিপ পেলেন- ডঃ গগনদীপ কং। (20/4)
  • সম্মিলিত জাতীপুঞ্জ 1984 সালের ভুপাল গ্যাস দুর্ঘটনাকে 'বৃহৎ শিল্প ট্রাজেডি' বলে উল্লেখ করল। (22/4)
  • পুরানিক যোগেন্দ্র প্রথম ভারতীয় যিনি জাপানে কোনো নির্বাচন জিতলেন। (24/4)

আন্তর্জাতিক

  • ইউনেস্কো ত্যাগ করল- ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
  • ওপেক (OPEC) ত্যাগ করল -কাতার।
  • দ্বিতীয়বারের জন্য সুইডেনের প্রধানমন্ত্রী হলেন- স্টেফান লফভেন।
  • আন্দ্রে রোজেলিনা মাদাগাস্কারের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন (21/1)।
  • মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারমেডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি চুক্তি থেকে সরে আসার কথা ঘোষনা করল। এটি ঠান্ডা যুদ্ধের সময় স্বাক্ষরিত। (2/2)
  • ইরানের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের জন্য ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি INSTEX নামক নতুন পেমেন্ট মেথড চালু করছে।  মার্কিন স্যাংশন-এর মোকাবিলা করা এর অন্যতম উদ্দেশ্য। (2/2)
  • এল সালভাদরের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন নায়িব বুকেলে। (4/2)
  • NATO-র 30 তম সদস্য দেশে যাবে স্বাক্ষর করলো মেসিডোনিয়া। NATO পুরো কথাটি হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। (6/2)
  • থাইল্যান্ডের জাতীয় জলজ প্রাণী হিসেবে ঘোষিত হল শ্যামীয় (Siamese) ফাইটিং ফিশ। (8/2)
  • দুবাইয়ে শুরু হলো ওয়ার্ল্ড গভর্মেন্ট সামিট। (10/2)
  • প্রয়াত হলেন স্বনামধন্য ফরাসি লেখক এবং চিত্রশিল্পী টমি উঙ্গেরার।(10/2)
  • আবু ধাবির তৃতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেল হিন্দি, অপর দুটি ভাষা হল আরবী এবং ইংরেজি। (10/2)
  • পালিত হল প্রথমতম বিশ্ব ডাল দিবস বা ওয়ার্ল্ড পালস ডে। (10/2)
  • আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান হলেন মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ এল সিসি। (11/2)
  • কোবরা সামরিক অনুশীলনের আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ড। 29 টি দেশ এতে অংশগ্রহণ করবে অথবা পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে। (13/2)
  • প্রয়াত হলেন জলবায়ু বিজ্ঞানী উইলিয়াম স্মিথ ব্রয়েকার যিনি গ্লোবাল ওয়ার্মিং শব্দটিকে জনপ্রিয় করেছিলেন। (19/2)
  • দুবাইয়ে শুরু হল বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় প্রদর্শনী Gulfood Exhibition. (20/2)
  • সুদানের রাষ্ট্রপতি ওমর আল বশির এক বছরের জন্য জাতীয় জরুরি অবস্থা জারি করলেন। (23/2)
  • ম্যাসিডোনিয়ার নাম পরিবর্তিত হল, নতুন নাম হল রিপাবলিক অফ নর্থ ম্যাসিডোনিয়া। (2/3)
  • ভারত ও বাংলাদেশের যৌথ সামরিক মহড়া "সম্প্রীতি 2019" অনুষ্ঠিত হল টাঙ্গাইলে। (2 মার্চ থেকে 15ই মার্চ)।
  • সেনেগালের রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হলেন ম্যাকি সল। (4/4)
  • ভারত এবং ওমানের যৌথ সামরিক মহড়া আল নাগাহ (Al Nagah) শুরু হল। (12/3)
  • ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গি শিবির ধ্বংস করল ভারতীয় সেনা। এই মিশনের আনুষ্ঠানিক নাম অপারেশন সানরাইজ। (15/3)
  • ক্রোয়েশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড অর্ডার অফ দি কিং অফ টোমিস্লাভ পেলেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। (27/3)
  • স্লোভাকিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন জুজানা ক্যাপুতোভা (Zuzana Caputova)। (31/3)
  • ভারত এবং অস্ট্রেলিয়ার নৌবাহিনীর যৌথ সামরিক মহড়া AUSINDEX-19 শুরু হল বিশাখাপত্তনমে। (2/4)
  • বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নিযুক্ত হলেন ডেভিড মালপাস। (6/4)
  • ভারত এবং সিঙ্গাপুরের যৌথ সামরিক মহড়া বোল্ড কুরুক্ষেত্র 2019 শুরু হল ঝাঁসি, উত্তর প্রদেশে। (8/4)
  • আলজেরিয়ার নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হলেন আব্দেল কাদের বেনসালাহ। (11/4)
  • ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হলেন বেঞ্জামিন নেতান্যাহু। (12/4)
  • হাইতির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন জ্যাঁ মিশেল লাপিন। (13/4)
  • প্যালেস্টাইনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মহম্মদ শতায়েহ। (17/4)
  • দক্ষিন সুদানে নিযুক্ত ভারতীয় শান্তিরক্ষক বাহিনী সাম্মানিক মেডেল পেলেন। (19/4)
  • ইউক্রেনের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন ভোলদিমির জেলেনস্কি (23/4)।
  • আতংকবাদী হামলার জেরে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি হল। (23/4)
  • বিশ্বের প্রথম ম্যালেরিয়া-ভ্যাকসিন দেওয়া হল আফ্রিকার মালোয়াবিতে। (25/4)