22শে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

22শে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

1) উদযাপিত হল ওয়ার্ল্ড থিংকিং ডে।
- 1926 সাল থেকে পালিত হয়ে আসছে।

2) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে 66 রানে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

3) বিজ্ঞানীরা সম্প্রতি ডাইনোসোরের আদি প্রজাতি টাইরানোসরের (Tyrannosaur) খোঁজ পেলেন।

4) সিউল শান্তি পুরস্কার হিসেবে প্রাপ্ত 1 কোটি 30 লক্ষ টাকা 'নমামি গঙ্গে' প্রজেক্টে বিতরণ করা হবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

5) অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় আয়োজিত স্বর্ণ ভারত ট্রাস্টের 18তম বার্ষিক উদযাপনে যোগদান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

6) সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ পুলওয়ামায় জঙ্গিহানার ঘটনার কড়া ভাষায় নিন্দা করল।

7) নাগাল্যান্ডের রে প্রথম লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন বিচারপতি উমানাথ সিং।

8) আজকের দিনেই 22 বছরে পা দিল প্রথম ক্লোন করা স্তন্যপায়ী প্রাণী ডলি (একটি ভেড়া)।