23 শে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) ISSF বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতলেন অপূর্বী চান্দেলা।
2) এরো ইন্ডিয়া বিমান প্রদর্শনীতে প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে পিভি সিন্ধু লড়াকু বিমান তেজাস-এ চাপলেন।
3) পথ দুর্ঘটনায় নিহত হলেন AIADMK সাংসদ রাজেন্দ্রন।
4) সুদানের রাষ্ট্রপতি ওমর আল বশির এক বছরের জন্য জাতীয় জরুরি অবস্থা জারি করলেন।
5) নীলগিরির মুদুমালাই ব্যাঘ্র সংরক্ষণ অঞ্চলে শুরু হলো হস্তী পুনরুজ্জীবন শিবির।
6) ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বললেন পাকিস্তানের সঙ্গে খেলার ব্যাপারে তার দল ভারত সরকারের নির্দেশ মেনে চলবে।
7) বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া প্রদর্শনীর কাছাকাছি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, 300 গাড়ি পুড়ে ভস্মীভূত।