24 শে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) ISSF বিশ্বকাপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন সৌরভ চৌধুরি।
2) কলম্বোতে শুরু হলো শ্রীলঙ্কার সবথেকে বড় আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠান আয়রন ম্যান 70.3
- 58টি দেশের 739 জন অংশ নিয়েছে।
3) অল ইন্ডিয়া রেডিওতে সম্প্রচারিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির :মন কি বাত'।
এবার অনুষ্ঠানের 59 তম পর্ব।
4) উত্তরপ্রদেশের লখনৌতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উদ্বোধন করলেন অ্যাপোলোমেডিকস সুপার স্পেশালিটি হাসপাতাল।
5) উত্তরপ্রদেশের গোরক্ষপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি PM KISAN (কৃষক সম্মান নিধি) যোজনার সূচনা করলেন।