পুরষ্কার ও রেকর্ড
সাম্প্রতিক ঘটনা প্রবাহ
কৃতীর স্বীকৃতি হল পুরষ্কার ও সম্মান। চাকরির পরীক্ষায় প্রায়শয় সাম্প্রতিক পুরষ্কার নিয়ে প্রশ্ন আসে। সকলের সুবিধার জন্য আমরা পুরষ্কার, সম্মান সংক্রান্ত তথ্য এক জায়গায় সাজিয়ে দিলাম।
ভারতরত্ন
এবছরের (2019) ভারতরত্ন পুরষ্কার পেলেন এই তিনজন-
- প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়,
- নানাজি দেশমুখ (মরণোত্তর),
- ভূপেন হাজারিকা (মরণোত্তর)।
পদ্ম পুরষ্কার ২০১৯
এবছর পদ্ম পুরষ্কার পেয়েছেন মোট 112 জন। একনজরে দেখে নেওয়া যাক সকল প্রাপকদের নাম।
পদ্মবিভূষণঃ
- তেজন বাই- লোকসংস্কৃতি ও সঙ্গীত
- ইসমাইল ওমর গুলেলে (বিদেশি)- সমাজজীবনে অবদান
- অনিলকুমার মণিভাই নায়েক- শিল্প-বাণিজ্য এবং পরিকাঠামো
- বলবন্ত মোরেশ্বর পুরন্দরে- থিয়েটারে অভিনয়
পদ্মভূষণঃ
- জন চেম্বার্স (মার্কিন যুক্তরাষ্ট্র)- শিল্প-বাণিজ্য
- সুখদেব সিং ধিনসা- সমাজজীবনে অবদান
- প্রভিন গোর্ধন (দক্ষিণ আফ্রিকা)- সমাজজীবনে অবদান
- মহাশয় ধরমপাল গুলাটি- শিল্প-বাণিজ্য: খাদ্য প্রক্রিয়াকরণ
- দর্শনলাল জৈন- সমাজকল্যাণ
- অশোক লক্ষণরাও কুকাড়ে- স্বল্পব্যয়ে চিকিৎসা পরিষেবা
- কারিয়া মুন্ডা- জনজীবনে অবদান
- বুধাদিত্য মুখার্জি- সঙ্গীত: সেতার
- মোহনলাল বিশ্বনাথন নায়ার- অভিনয়
- এস নাম্বি নারায়ণ- মহাকাশ বিজ্ঞান
- কুলদীপ নায়ার (মরণোত্তর)- শিল্প-সাহিত্য-সাংবাদিকতা
- বাচেন্দ্রী পাল- পর্বতারোহণ
- ভিকে শুঙলু- সিভিল সার্ভিস
- হুকুমদেব নারায়ণ যাদব- সমাজজীবনে অবদান
পদ্মশ্রী:
- রাজেশ্বর আচার্য- হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত
- বঙ্গারু আদিগালার- অধ্যাত্মবাদ
- ইলিয়াস আলি- শল্যচিকিৎসা
- মনোজ বাজপেয়ী- অভিনয়
- উদ্ধব কুমার ভারালি- বিজ্ঞান-প্রযুক্তিতে উদ্ভাবন
- ওমেশ কুমার ভারতী- জলাতঙ্কের চিকিৎসা
- প্রীতম ভরতোয়ান- লোকসঙ্গীত
- জ্যোতি ভাট- চিত্রশিল্প
- দিলীপ চক্রবর্তী- নৃতত্ব
- মামেন চান্ডি- চিকিৎসাবিজ্ঞান
- স্বপন চৌধুরী- তবলা
- কানওয়াল সিং চৌহান- কৃষি
- সুনীল ছেত্রী- ফুটবল
- দিনইয়ার কন্ট্রাক্টর- থিয়েটার
- মুক্তাবেন পঙ্কজকুমার ডাগলি- সমাজকল্যাণ
- বাবুলাল দাহিয়া- কৃষি
- থাঙ্গা দারলং- সঙ্গীত: বাঁশি
- প্রভুদেবা- নৃত্যশিল্প
- রাজকুমারী দেবী- কৃষি
- ভাগীরথী দেবী- জনজীবনে অবদান
- বলদেব সিং ধিলোঁ- কৃষিক্ষেত্রে প্রযুক্তি
- হরিকা দ্রোণাবল্লী- দাবা
- গোদাবরী দত্ত- চিত্রশিল্প
- গৌতম গম্ভীর- ক্রিকেট
- দ্রৌপদী ঘিমিরে- সমাজসেবা
- রোহিণী গোডবোলে- পরমাণু-বিজ্ঞান
- সন্দীপ গুলেরিয়া- শল্যচিকিৎসা
- প্রতাপ সিং হান্ডিয়া- চক্ষুচিকিৎসা
- বুলু ইমাম- সমাজসেবা ও সংস্কৃতি
- ফ্রিডরিকে ইরিনা (জার্মানি)- সমাজসেবা: পশুকল্যাণ
- জড়বরসিং যাদব- লোকনৃত্য
- এস জয়শঙ্কর- সিভিল সার্ভিস
- নরসিংহ দেব জামওয়াল- শিক্ষা-সাহিত্য
- ফৈয়াজ আমেদ জান- কারুশিল্প
- কে জি জয়ন- ভক্তিসঙ্গীত
- সুভাষ কাক- বিজ্ঞান-প্রযুক্তি
- শরৎ কমল- টেবিল টেনিস
- রজনীকান্ত- সমাজসেবা
- ওয়ামান কেন্দ্রে- থিয়েটার
- কাদের খান (মরণোত্তর)- অভিনয়
- আব্দুল গফুর খাতবি- চিত্রশিল্প
- রবীন্দ্র কোলহে এবং স্মিতা কোলহে- স্বল্পব্যয়ে চিকিৎসা পরিষেবা
- বোম্বেইলা দেবী লাইশরাম- তীরন্দাজি
- কৈলাশ মাদরাইয়া- শিক্ষা-সাহিত্য
- রমেশ বাবাজি মহারাজ- পশুকল্যাণ
- বল্লভভাই বারম্ভাই মারবানিয়া- কৃষি
- গীতা মেহতা (মার্কিন যুক্তরাষ্ট্র)- শিক্ষা-সাহিত্য
- শাদাব মহম্মদ- দন্তচিকিৎসা
- কে কে মহম্মদ- নৃতত্ব
- শ্যামাপ্রসাদ মুখার্জি- স্বল্পব্যয়ে চিকিৎসা
- দায়তারি নায়েক- সমাজসেবা
- শঙ্কর মহাদেবন- সঙ্গীত
- শান্তনু নারায়ণ (মার্কিন যুক্তরাষ্ট)- শিল্প-বাণিজ্য-প্রযুক্তি
- নর্তকী নটরাজ- ভরতনাট্যম
- অনুপ রঞ্জন পান্ডে- সঙ্গীত
- জগদীশ প্রসাদ পারিখ- কৃষি
- গণপতভাই প্যাটেল (মার্কিন যুক্তরাষ্ট্র)- শিক্ষা-সাহিত্য
- বিমল প্যাটেল- স্থাপত্য
- হুকুমচাঁদ পতিদার- কৃষি
- হরবিন্দর সিং ফুলকা- জনজীবনে অবদান
- মাদুরাই চিন্না পিল্লাই- সমাজসেবা-মাইক্রোফিনান্স
- তাও পোরচেন-লিঞ্চ (মার্কিন যুক্তরাষ্ট্র)- যোগব্যায়াম
- কমলা পূজারী- কৃষি
- বজরং পুনিয়া- কৃষি
- জগৎ রাম- চক্ষুচিকিৎসা
- আর ভি রামানি- চক্ষুচিকিৎসা
- দেবারাপল্লী প্রকাশ রাও- সমাজসেবা
- অনুপ শা- ফোটোগ্রাফি
- মিলেনা সালভিনি (ফ্রান্স)- কথাকলি নৃত্য
- নাগিনদাস সাংভি- শিক্ষা-সাহিত্য-সাংবাদিকতা
- সিরিভেনেল্লা সীতারাম শাস্ত্রী- গীতিকার
- সাব্বির সাজ্জাদ- পশুকল্যাণ
- মহেশ শর্মা- আদিবাসী কল্যাণ
- মহম্মদ হানিফ খান- শিক্ষা-সাহিত্য
- ব্রিজেশ কুমার শুক্লা- শিল্প-সাহিত্য
- নরেন্দ্র সিং- পশুপালন
- প্রশান্তি সিং- বাস্কেটবল
- সুলতান সিং- পশুপালন
- জ্যোতি কুমার সিনহা- স্বল্পব্যয়ে চিকিৎসা
- আনন্দন শিবমণি- সঙ্গীত
- সারদা শ্রীনিবাসন- নৃতত্ব
- দেবেন্দ্র স্বরূপ (মরণোত্তর)- শিক্ষা-সাহিত্য-সাংবাদিকতা
- অজয় ঠাকুর- কবাডি
- রাজীব তারানাথ- সরোদ
- সালুমারাদা থিম্মাক্কা- পরিবেশ উন্নযন
- যমুনা টুডু- পরিবেশ উন্নয়ন
- ভারতভূষণ ত্যাগী- কৃষি
- রামস্বামী ভেঙ্কটরমণ- শল্যচিকিৎসা
- রামশরণ ভার্মা- কৃষি
- স্বামী বিশুদ্ধানন্দ- অধ্যত্মবাদ
- হীরালাল যাদব- লোকসঙ্গীত
- ভেঙ্কটেশ্বররাও ইয়াদিরাপল্লী- কৃষি
- শোরিং নোরবু- শল্যচিকিৎসা
- সুদাম কাটে- চিকিৎসা।
অস্কার ২০১৯
সিনেমার শ্রেষ্ঠ পুরষ্কার হল অস্কার। নিচের তালিকায় দেখে নেব 2019 সালের অস্কার পুরষ্কারের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম।
1) শ্রেষ্ঠ পরিচালক:
আলফনসো কুয়ারন (রোমা)
2) শ্রেষ্ঠ অভিনেত্রী:
অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)
3) শ্রেষ্ঠ অভিনেতা:
রামি মালেক (বোহেমিয়ান র্যাপসডি)
4) শ্রেষ্ঠ সহ অভিনেত্রী:
রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক)
5) শ্রেষ্ঠ সহ অভিনেতা:
মাহেরশালা আলি (গ্রিন বুক)
6) শ্রেষ্ঠ বিদেশি ছবি:
রোমা (মেক্সিকো)
7) শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার ফিল্ম:
স্পাইডার ম্যান: ইনটু দ্য স্পাইডার ভার্স
8) শ্রেষ্ঠ মৌলিক স্ক্রিনপ্লে:
গ্রিন বুক
9) শ্রেষ্ঠ অ্যাডাপটেড স্ক্রিনপ্লে:
ব্ল্যাক ক্লান্সম্যান
10) শ্রেষ্ঠ অরিজিনাল স্কোর:
ব্ল্যাক প্যানথার
11) শ্রেষ্ঠ অরিজিনাল সং:
শ্যালো (আ স্টার ইজ বর্ন)
12) শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিচার:
ফ্রি সোলো
13) শ্রেষ্ঠ ডকুমেন্টারি শর্ট:
পিরিয়ড এন্ড অফ সেনটেন্স
14) শ্রেষ্ঠ লাইভ অ্যাকশন শর্ট:
স্কিন
15) শ্রেষ্ঠ অ্যানিমেটেড শর্ট:
বাও
16) শ্রেষ্ঠ সিনিম্যাটোগ্রাফি:
রোমা ছবির জন্যে আলফন্সো কুয়ারন
17) শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন:
ব্ল্যাক প্যানথার
18) শ্রেষ্ঠ কস্টিউম ডিজাইন:
ব্ল্যাক প্যানথার
19) শ্রেষ্ঠ হেয়ার অ্যান্ড মেকআপ:
ভাইস
20) শ্রেষ্ঠ সাউন্ড এডিটিং:
বোহেমিয়ান র্যাপসডি
21) শ্রেষ্ঠ সাউন্ড মিক্সিং:
বোহেমিয়ান র্যাপসডি
22) শ্রেষ্ঠ এডিটিং:
বোহেমিয়ান র্যাপসডি
23) শ্রেষ্ঠ ভিশুয়াল এফেক্টস:
ফার্স্ট ম্যান
24) সেরা ছবি:
গ্রীন বুক
25) সাম্মানিক অস্কার-
অভিনেত্রী সিসেলি টাইসন, কম্পোজার লালো স্কিফ্রিন এবং পাবলিসিস্ট মার্ভিন লেভি।
2) শ্রেষ্ঠ অভিনেত্রী:
অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)
3) শ্রেষ্ঠ অভিনেতা:
রামি মালেক (বোহেমিয়ান র্যাপসডি)
4) শ্রেষ্ঠ সহ অভিনেত্রী:
রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক)
5) শ্রেষ্ঠ সহ অভিনেতা:
মাহেরশালা আলি (গ্রিন বুক)
6) শ্রেষ্ঠ বিদেশি ছবি:
রোমা (মেক্সিকো)
7) শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার ফিল্ম:
স্পাইডার ম্যান: ইনটু দ্য স্পাইডার ভার্স
8) শ্রেষ্ঠ মৌলিক স্ক্রিনপ্লে:
গ্রিন বুক
9) শ্রেষ্ঠ অ্যাডাপটেড স্ক্রিনপ্লে:
ব্ল্যাক ক্লান্সম্যান
10) শ্রেষ্ঠ অরিজিনাল স্কোর:
ব্ল্যাক প্যানথার
11) শ্রেষ্ঠ অরিজিনাল সং:
শ্যালো (আ স্টার ইজ বর্ন)
12) শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিচার:
ফ্রি সোলো
13) শ্রেষ্ঠ ডকুমেন্টারি শর্ট:
পিরিয়ড এন্ড অফ সেনটেন্স
14) শ্রেষ্ঠ লাইভ অ্যাকশন শর্ট:
স্কিন
15) শ্রেষ্ঠ অ্যানিমেটেড শর্ট:
বাও
16) শ্রেষ্ঠ সিনিম্যাটোগ্রাফি:
রোমা ছবির জন্যে আলফন্সো কুয়ারন
17) শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন:
ব্ল্যাক প্যানথার
18) শ্রেষ্ঠ কস্টিউম ডিজাইন:
ব্ল্যাক প্যানথার
19) শ্রেষ্ঠ হেয়ার অ্যান্ড মেকআপ:
ভাইস
20) শ্রেষ্ঠ সাউন্ড এডিটিং:
বোহেমিয়ান র্যাপসডি
21) শ্রেষ্ঠ সাউন্ড মিক্সিং:
বোহেমিয়ান র্যাপসডি
22) শ্রেষ্ঠ এডিটিং:
বোহেমিয়ান র্যাপসডি
23) শ্রেষ্ঠ ভিশুয়াল এফেক্টস:
ফার্স্ট ম্যান
24) সেরা ছবি:
গ্রীন বুক
25) সাম্মানিক অস্কার-
অভিনেত্রী সিসেলি টাইসন, কম্পোজার লালো স্কিফ্রিন এবং পাবলিসিস্ট মার্ভিন লেভি।
অন্যান্য পুরষ্কার
- প্রথমতম ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল এওয়ার্ড জিতলেন নরেন্দ্র মোদি।
- 2018 সালের গান্ধী শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছাদূত ইয়োহেই সাসাকাওয়া।
- সুশিলা দেবী সাহিত্য পুরস্কার পেলেন নমিতা গোখলে। বইটির নাম- "Things to Leave Behind"
- গ্রামোন্নয়ন এবং বিদ্যুতায়নের জন্য কার্নোট প্রাইজ পেতে চলেছেন কেন্দ্রীয় রেল এবং কয়লা মন্ত্রী পীযুষ গোয়েল। (1/2)
- সংগীত নাটক একাডেমি পুরস্কার 2017 প্রদান করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পুরস্কার পেলেন 42 জন। (6/2)
- ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন সম্মানে ভূষিত হলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (ইংল্যান্ড শাখা) প্রধান সঞ্জীব কুমার চাড্ডা। (7/2)
- ইজরায়েলের সম্মানজনক পুরস্কার ড্যান ডেভিড প্রাইজ জিতলেন ভারতীয় ইতিহাসবিদ সঞ্জয় সুব্রাহ্মনিয়াম। (13/2)
- পিপল ফর দি এথিক্যাল ট্রিটমেন্ট অফ এনিম্যালস বা পেটা (PETA) দ্বারা Oscat পুরস্কার পেলেন ব্র্যাডলি কুপার। (15/2)
- সাংস্কৃতিক মেলবন্ধনের জন্য টেগোর অ্যাওয়ার্ড দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
প্রাপক- রাজকুমার সিংহজিত সিং (2014), ছায়ানট (2015), রাম ভানজি সুতার (2016)। (18/2) - ন্যাশনাল ফটোগ্রাফার্স অ্যাওয়ার্ডসে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন অশোক দিলওয়ালি। (19/2)
- দক্ষিণ কোরিয়ায় সিউল শান্তি পুরস্কারে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (21/2)
- গান্ধী শান্তি পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
2015:- বিবেকানন্দ কেন্দ্র,
2016:- যৌথভাবে অক্ষয় পাত্র ফাউন্ডেশন ও সুলভ ইন্টারন্যাশনাল,
2017:- একাল অভিযান ট্রাস্ট,
2018:- জাপানের য়োহেই সাসকাওয়া। (26/2) - প্রধানমন্ত্রী নেরেন্দ্রমোদী 2019 সালের জাতীয় যুব সংসদ সদস্যের বিজয়ীদের পুরস্কার প্রদান করলেন।
প্রথম পুরস্কার: শ্বেতা আমরে, নাগপুর, মহারাষ্ট্র।
দ্বিতীয় পুরস্কার: অঞ্জনাক্ষী এমএস, বাঙ্গালুরু, কর্ণাটক।
তৃতীয় পুরস্কার: মমতা কুমার, পাটনা। (27/2) - নতুন দিল্লির বিজ্ঞানভবনে শান্তি স্বরূপ ভাটনগর প্রাইজ ফর সায়েন্স এন্ড টেকনোলজি বিতরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরস্কৃত হলেন এই তিনজন- প্রফেসর অনন্ত রামকৃষ্ণন, প্রফেসর অবিনাশ কুমার আগরওয়াল এবং প্রফেসর নীতিন সাক্সেনা। (28/2)
- নারীশক্তি পুরষ্কার 2018- মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোভিন্দ 6 জনকে নারীশক্তি পুরষ্কার প্রদান করলেন- চেতনা গালা সিনহা, রাহিবাই পোপেরে, কল্পনা সরোজ, স্মৃতি মোরারকা, সীমা রাও এবং সীমা মেহতা। (8/3/19)
- META (মাহিন্দ্রা এক্সেলেন্স ইন থিয়েটার এওয়ার্ডস) লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড পেলেন মহেশ এলকুঁচওয়ার। (18/3)
- অংকের সর্বশ্রেষ্ঠ পুরস্কার এবেল (Abel) প্রাইজ পেলেন ক্যারেন উহলেনবেক। উল্লেখ্য যে, তিনিই প্রথম মহিলা এবেলজয়ী। (21/3)
- টেম্পলটন প্রাইজ 2019 পেলেন মার্সেলো গ্লেইসার। (22/3)
- ব্যাস সম্মান 2018 পেলেন প্রখ্যাত সাহিত্যিক লীলাধর জাগুড়ি। (23/3)
- গ্লোবাল টিচার প্রাইজ পেলেন পিটার তাবিচি। (24/3)
- প্রবাসী ভারতীয় সম্মান পেলেন ডঃ রাজেন্দ্র জোশি। (28/3)
- গ্লোবাল হেল্থ এওয়ার্ড 2019 পেলেন বিক্রম প্যাটেল। (4/4)
- ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরসাহির জায়েদ মেডেলে সম্মানিত হলেন। (5/4)
- WSIS 2019 পুরস্কার জিতল পশ্চিমবঙ্গ সরকারের সবুজসাথী প্রকল্প। (12/4)
- নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি ফেলোশিপ 2019 পেতে চলেছেন ভারতীয় ক্রীড়াবিদ দীপা মালিক। (16/4)
- ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির 360 বছরের ইতিহাসে এই প্রথম কোনো ভারতীয় বিজ্ঞানী ফেলো নির্বাচিত হলেন- গগনদীপ কঙ। (19/4)
- গোবিন্দ বল্লভ পন্থ পুরস্কার পেলেন সুনীল কুমার গৌতম (21/4)
- লাইবেরিয়ার বনরক্ষায় বিশেষ অবদানের জন্য গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ পেলেন আলফ্রেড ব্রাউনেল। এই পুরস্কারটিকে সবুজ নোবেল পুরস্কারও বলা হয়। (30/4)
![]() |
নারীশক্তি পুরস্কার 2018 |
রেকর্ড
- বিশ্বের প্রথম অ্যাম্পুটি মহিলা এন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গে আরোহন করলেন- অরুনিমা সিনহা।- এন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ- ভিনসন ম্যাসিফ।
- 16 জানুয়ারি- পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত প্রথম ভারতীয় তথা বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি 7 টি মহাদেশের 7টি সর্বোচ্চ শৃঙ্গে এবং 7 টি আগ্নেয়গিরির শীর্ষে আরোহন করলেন।
- বয়স 35 বছর 290 দিন।17 জানুয়ারি- ভারতের কনিষ্ঠতম এবং বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হল ডি গুকেশ (12 বছর 7 মাস)।
- ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হলেন হিনা জয়সোয়াল। (15/2)