21 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) বিশ্বজুড়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- 1999 সাল থেকে পালিত হয়।
2) ইন্টার্নেশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন (ISSF) এর বিশ্বকাপ শুরু হলো দিল্লির ডঃ কার্নি সিং রেঞ্জে।
- উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর।
3) অন্ধ্রপ্রদেশের নেলোরে অল ইন্ডিয়া রেডিওর এফ এম চ্যানেলের উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।
4) দক্ষিণ কোরিয়ায় সিউল শান্তি পুরস্কারে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- সেখানে মহাত্মা গান্ধীর একটি মূর্তি উন্মোচন করলেন তিনি।
5) ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ব্রাজিল সীমান্ত বন্ধ করলেন।
6) বি সি সি আই-এর প্রথম কোর্ট-নিযুক্ত লোকপাল নিযুক্ত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কে জৈন।
7) 70 তম আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট স্ট্র্যান্ডজা 2019- মেডেল তালিকায় প্রথম হল রাশিয়া (9) দ্বিতীয় স্থানে ভারত (7)।