20 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) আজ মিজোরাম এবং অরুণাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস।
2) বেঙ্গালুরুর য়েলাহ্যাংকা এয়ারফোর্স স্টেশনে শুরু হল দ্বাদশ 'এরোইন্ডিয়া' (AeroIndia) প্রদর্শনী।
3) দুবাইয়ে শুরু হল বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় প্রদর্শনী Gulfood Exhibition.
4) অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার প্রবাল প্রাচীরে প্রাপ্ত একমাত্র স্তন্যপায়ী প্রাণী ব্র্যাম্বল কে মেলোমিস বর্তমানে বিলুপ্তির পথে।
- এটিই প্রথম স্তন্যপায়ী প্রাণী যা লুপ্তপ্রায় হিসেবে ঘোষিত হল।
- এটিই প্রথম স্তন্যপায়ী প্রাণী যা লুপ্তপ্রায় হিসেবে ঘোষিত হল।
5) কেরালার তিরুবন্তপুরমে অনুষ্ঠিত হল আট্টুকাল পোঙ্গলা।
- এই ধর্মীয় অনুষ্ঠানে একদিনে সর্বাধিক সংখ্যক মহিলার (প্রায় 25 লক্ষ) সমাবেশ ঘটে যা বিশ্ব রেকর্ড।
- এই ধর্মীয় অনুষ্ঠানে একদিনে সর্বাধিক সংখ্যক মহিলার (প্রায় 25 লক্ষ) সমাবেশ ঘটে যা বিশ্ব রেকর্ড।