19 শে ফেব্রুয়ারি কারেন্ট এফেয়ার্স
1) পালিত হল গুরু রবিদাস-জয়ন্তী।
- তিনি মধ্যযুগের একজন ভক্তিবাদী কবি ছিলেন।
- 19শে ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজের জন্মদিবস।
- তিনি মধ্যযুগের একজন ভক্তিবাদী কবি ছিলেন।
- 19শে ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি মহারাজের জন্মদিবস।
2) প্রয়াত হলেন জলবায়ু বিজ্ঞানী উইলিয়াম স্মিথ ব্রয়েকার যিনি গ্লোবাল ওয়ার্মিং শব্দটিকে জনপ্রিয় করেছিলেন।
3) প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বেনারসে ডিজেল থেকে ইলেকট্রিকে রূপান্তরিত লোকোমোটিভ ট্রেনের সূচনা করলেন।
4) প্রয়াত হলেন বাংলা সংগীতশিল্পী প্রতিক চৌধুরি।
5) কলকাতার পুলিশ কমিশনার নিযুক্ত হলেন অনুজ শর্মা।
6) ন্যাশনাল ফটোগ্রাফার্স অ্যাওয়ার্ডসে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন অশোক দিলওয়ালি।
7) প্রথম ইটানগর হর্স শো শুরু হল অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে।