18 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

18 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স

1) সাংস্কৃতিক মেলবন্ধনের জন্য টেগোর অ্যাওয়ার্ড দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
প্রাপক- রাজকুমার সিংহজিত সিং (2014)
- ছায়ানট (2015)
- রাম ভানজি সুতার (2016)

2) স্পেশাল অলিম্পিক সামার গেম অনুষ্ঠিত হবে আবুধাবিতে।
তারিখ- 14 থেকে 21 মার্চ।
195 টি দেশ অংশ নেবে।

3) প্রতিরক্ষা, পর্যটন এবং কৃষিসহ দশটি বিষয়ে আর্জেন্টিনার সঙ্গে মৌ (MoU) স্বাক্ষর করলো ভারত।

4) আর্থিক তছরূপের দায়ে গ্রেপ্তার হলেন মালদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিন।

5) নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয়ে কুলভুষণ যাদবের মামলার শুনানি শুরু হল।

6) দুদিনের ভারত সফরে এলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুলাজিজ আল সৌদ।