17 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) তিন দিনের ভারত সফরে এলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি মোরিসিও মাক্রি।
1) তিন দিনের ভারত সফরে এলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি মোরিসিও মাক্রি।
2) 2019 বিশ্বকাপের পরই একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
3) আইসিসির একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটের সাম্প্রতিক র্যাঙ্কিং-
- নাম্বার ওয়ান ব্যাটসম্যান বিরাট কোহলি, তৃতীয় স্থানে চেতেশ্বর পুজারা।
- নাম্বার ওয়ান বোলার রশিদ খান (একইসঙ্গে সর্বকনিষ্ঠ)।
4) ইরানি কাপ 2019 জিতল বিদর্ভ।
- পুরস্কারের টাকা উৎসর্গ করল পুলওয়াময় নিহত সেনাদের উদ্দেশ্যে।