16ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) ইউনেক্স-সানরাইজ 83 তম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিঙ্গলস জিতলেন সাইনা নেহওয়াল, সৌরভ বর্মা। প্রনব জেরি চোপড়া ও চিরাগ শেঠী পুরুষদের ডাবলস জিতলেন।2) ভারতীয় বায়ু সেনার প্রদর্শনমূলক অনুষ্ঠান বায়ুশক্তি 2019 অনুষ্ঠিত হলো রাজস্থানের পোখরানে।
3) সংস্কৃত ভাষাকে রাজের দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিল পাস করল হিমাচল প্রদেশের বিধানসভা।
4) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো বর্ডার প্রাচীর তৈরি করার জন্য জাতীয় ইমার্জেন্সি জারি করলেন।
5) অজনি-পুনে হামসফর এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি।
6) চার দিনের বিদেশ সফরে (বুলগেরিয়া, মরক্কো, স্পেন) রওনা দিলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ।