15 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) ভারতের প্রথম সেমি হাই স্পিড ইঞ্জিন-বিহীন ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হল। ট্রেনটি চলবে নতুন দিল্লি থেকে বেনারস।2) গতকালের পুলওয়ামায় জঙ্গিহানার প্রতিবাদে পাকিস্তানের উপর থেকে 'মোস্ট ফেভারড নেশন' তকমা প্রত্যাহার করে নিল ভারত।
3) কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে পুনরায় যোগ দিলেন অরুণ জেটলি। উল্লেখ্য, এবছর কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন পীযুষ গোয়েল।
4) অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য 'প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন' পেনশন স্কিম চালু করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি।
5) মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হলেন উইলিয়াম বার।
6) পিপল ফর দা অধিকার ট্রিটমেন্ট অফ এনিম্যালস বা পেটা (PETA) দ্বারা Oscat পুরস্কার পেলেন ব্র্যাডলি কুপার।
7) ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হলেন হিনা জয়সোয়াল।