14 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স
1) কাশ্মীরের পুলওয়াময় সিআরপিএফ-এর উপর বর্বরোচিত জঙ্গি হানা, প্রাণ হারালেন প্রায় চল্লিশজন জওয়ান। বিভিন্ন দেশের পক্ষ থেকে শোকবার্তা প্রেরিত হল।
2) স্বনামধন্য ভারতীয় অভিনেত্রী মধুবালার জন্মদিন উদযাপন করল গুগল। গুগলের ডুডলে ফুটে উঠল মধুবালার ছবি। ছবিটি এঁকেছেন ব্যাঙ্গালোরের শিল্পী মুহাম্মদ সাজিদ।
![]() |
গুগল ডুডলে মধুবালা |
3) নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন সুশীল চন্দ্র। বর্তমানে নির্বাচন কমিশনের তিনজন সদস্য হলেন সুনিল আরোরা (মুখ্য নির্বাচন কমিশনার), অশোক লাভাসা এবং সুশীল চন্দ্র।
4) সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স-এর চেয়ারম্যান হলেন প্রমোদ কুমার মোডি।
5) 25 তম প্রতিরক্ষা প্রদর্শনী (ডিফেন্স এক্সিবিশন) যোগ দিতে আবু ধাবি পৌঁছালো ভারতীয় নৌসেনার জাহাজ আই এন এস প্রবাল।
6) আগামী 17 ই ফেব্রুয়ারী 3 দিনের ভারত সফরে আসতে চলেছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি মরিসিও মাক্রি।
7) 21 এবং 22 শে ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়া সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তাকে সিওল শান্তি পুরস্কারে সম্মানিত করা হবে।