২৪ শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

২৪ শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) জাতীয় ক্রেতা দিবস (কনজিউমার ডে) কবে পালিত হয়?
উত্তর- ২৪শে ডিসেম্বর।
২) এবছর ফিফা (FIFA) গ্লোবাল র‍্যাঙ্কিং-এ সেরা দেশ কোনটি?
উত্তর- বেলজিয়াম।
৩)  ভারত আজ যে পরমাণু-সক্ষম দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলটি সফলভাবে পরীক্ষা করল তার নাম কী?
উত্তর- Agni IV
সর্বোচ্চ দূরত্ব- ৪০০০ কিমি;
৪) ভারতের প্রধানমন্ত্রীর মাননীয় শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির স্মৃতিতে কত টাকার কয়েন প্রকাশ করলেন?
উত্তর- ১০০টাকার।
৫) কোন ভারতীয় দ্রুততম এশীয় হিসাবে সাইকেলে বিশ্ব পরিক্রমা করে রেকর্ড করলেন?
উত্তর- বেদাঙ্গী কুলকার্নি।
সময় লাগলো- ১৫৯ দিন।
৬) ইন্ডিয়ান আইডল ১০ ফাইনালে কে জিতলেন?
উত্তর- সালমান আলি।
৭) বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার কে হলেন?
উত্তর- রিভা গাঙ্গুলি দাস।
৮) কোন দেশকে অতিক্রম করে ভারতের শেয়ার বাজার বিশ্বের সপ্তম বৃহত্তম শেয়ার বাজার হিসেবে উঠে এলো?
উত্তর- জার্মানি।