২৩ শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

২৩ শে ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) ২৩শে ডিসেম্বর দিনটি ভারতে কোন দিবস হিসেবে পালিত হয়?
উত্তর- কিষাণ দিবস বা কৃষক দিবস।
- ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং -এর জন্মদিন উপলক্ষে।
২) ইসরো আজ কোন সামরিক উপগ্রহটি উৎক্ষেপণ করল?
উত্তর- GSAT7A
উৎক্ষেপণকারী বাহন- GSLVF11
৩) সিবিআই- এর অতিরিক্ত অধিকর্তা কে নিযুক্ত হলেন?
উত্তর- নাগেশ্বর রাও।
৪) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থার প্রতিবেদন অনুযায়ী কোন দেশের উড়ানের নিরাপত্তা সবচেয়ে বেশি?
উত্তর- ভারত।
৫) Merriam-Webster দিকশনারি অনুযায়ী 2018 সালের সেরা শব্দ কোনটি?
উত্তর- জাস্টিস।