Environmental Science GK Part-1

পরিবেশ সংক্রান্ত সাধারণ জ্ঞান
১) সুন্দরলাল বহুগুণার নাম কোন আন্দোলনের সঙ্গে জড়িত?
উত্তর- চিপকো আন্দোলন। (1973 সালে)
২) বৃষ্টির জলের সঙ্গে সালফিউরিক এসিড মিশে থাকলে মার্বেল পাথরে যে ক্ষতি হয় তাকে কী বলে?
উত্তর- স্টোন লেপ্রোসি।
৩) কোন শ্রমিকদের শ্বেত ফুসফুস বা হোয়াইট লাং দেখা যায়?
উত্তর- বস্ত্রশিল্পের শ্রমিকদের।
৪) কোন দুটি ধাতু দিয়ে তৈরি স্তরকে নাইফ (NiFe) বলে?
উত্তর- নিকেল (Ni) ও লোহা(Fe)।
৫) কত বছর অন্তর ভারতে জনগণনা হয়?
উত্তর- প্রতি 10 বছর অন্তর।
৬) কলেরা ও আমাশয় হল -- বাহিত রোগ।
উত্তর- জল।
৭) মিনামাটা রোগ কোন দেশে প্রথম দেখা গিয়েছিল?
উত্তর- জাপানে।
৮) বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর- 1992 সালে।
৯) মানুষের তৈরি একটি গ্রীনহাউস গ্যাস হল-
উত্তর- সিএফসি (CFC)।
১০) বায়ুমন্ডলের মুখ্য উপাদান কী কী?
উত্তর- নাইট্রোজেন ও অক্সিজেন।