১৩ই ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১৩ই ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নেবেন?
উত্তর- জোরামথাঙ্গা।
২) দ্বিতীয়বারের জন্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নেবেন?
উত্তর- কে চন্দ্রশেখর রাও।
৩) মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নেবেন?
উত্তর- কমল নাথ।
৪) সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য কেন্দ্র সরকার কোন টুইটার হ্যান্ডেল চালু করেছে?
উত্তর- সাইবার দোস্ট।
৫) ITFF-এর ব্রেক থ্রু স্টার অ্যাওয়ার্ড 2018 কে পেলেন?
উত্তর- মাণিকা বাত্রা।
৬) কোন ভারতীয় সশস্ত্র বাহিনী ক্রসবো 18 (CROSSBOW 18) নামক অনুশীলন কর্মসূচি পরিচালনা করল?
উত্তর- ভারতীয় বায়ু সেনা (ইন্ডিয়ান এয়ার ফোর্স)।
৭) ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইনডেক্সে ভারতের স্থান কত?
উত্তর- ১১তম।
প্রথম স্থানে- সুইডেন এবং শেষ স্থানে সৌদি আরব।
৮) কোন হাইকোর্ট দেশজুড়ে অনলাইনে ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল?
উত্তর- দিল্লি হাইকোর্ট।
৯) অস্ত্র প্রস্তুতকারী দেশ হিসেবে দ্বিতীয় স্থানে কোন দেশ উঠে এল?
উত্তর- রাশিয়া।
- প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র।
১০) উত্তর প্রদেশের কোন উদ্যোগ সম্মিলিত জাতিপুঞ্জের পুরষ্কার পেল?
উত্তর- HelpUsGreen (হেল্প আস গ্রিন)।