১৪ই ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) কোন স্বনামধন্য লেখক ৫৪ তম জ্ঞানপীঠ পুরষ্কারে ভূষিত হলেন?
উত্তর- অমিতাভ ঘোষ।
২) রাজস্থান এর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নেবেন?
উত্তর- অশোক গেহলট।
৩) পৃথিবীর প্রথম ভাসমান পারমাণবিক কেন্দ্র কোন দেশে কার্যকর হল?
উত্তর- রাশিয়া।
নাম- আকাডেমিক লোমনোসভ।
৪) ৩৯ তম উপসাগরীয় সহযোগিতা পরিষদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হল?
উত্তর- রিয়াদ, সৌদি আরব।
৫) ইয়েস ব্যাঙ্কের নাম কে অন্তর্বর্তী চেয়ারম্যান?
উত্তর- ব্রহ্ম দত্ত।
৬) ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (FTTI) নতুন প্রেসিডেন্ট কে হলেন?
উত্তর- ব্রিজেন্দ্র পাল সিং
- FTTI পুনেতে অবস্থিত।
৭) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নবীনতম সদস্যের নাম কী?
উত্তর- ভারত ভূষণ ব্যাস।
৮) কোন দেশ ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর পূর্ণ সদস্য হল?
উত্তর- ইজরায়েল।
৯) ইউরোপীয় ইউনিয়ন কোন দেশের সঙ্গে বিশ্বের বৃহত্তম মুক্ত ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করল?
উত্তর- জাপান।