১৫ই ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১৫ই ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) আন্তর্জাতিক চা দিবস কবে পালিত হয়?
উত্তর- ১৫ই ডিসেম্বর।
২০০৫ সাল থেকে এটি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, উগান্ডা ও তানজানিয়ার মতো চা উৎপাদনকারী দেশগুলিতে উদযাপন করা হয়েছে।
২) সম্প্রতি কোন দেশ ১০০ টাকার উর্দ্ধে ভারতীয় নোট নিষিদ্ধ করল?
উত্তর- নেপাল।
৩) কোন রাজ্য এ বছরের কৃষি কর্মন পুরস্কারের জন্য নির্বাচিত হল?
উত্তর- ঝাড়খণ্ড (ধান উৎপাদন)।
৪) কোন আণবিক শক্তি কেন্দ্রটি একটানা ৯৪১ দিন চালু থেকে রেকর্ড সৃষ্টি করল?
উত্তর- কাইগা জেনারেটিং স্টেশন, কর্ণাটক।
৫) কোথায় ভারতের প্রথম বেসরকারি ইউএভি (UAV) কারখানা স্থাপিত হল?
উত্তর- হায়দ্রাবাদ।
UAV- Unmanned Aerial Vehicles