১২ই ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) SWIFT-এর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন?
উত্তর- অরুন্ধতী ভট্টাচার্য।
SWIFT হল Society for Worldwide Interbank Financial Telecommunication (বিশ্বব্যাপী ইন্টারব্যাংক আর্থিক টেলিযোগাযোগের জন্য সোসাইটি)
২) কে প্রথম মহিলা টেনিস অ্যাসোসিয়েশন (ডাব্লুএটিএ)-এর 'কোচ অফ দি ইয়ার' হলেন?
উত্তর- নাওমি ওসাকা।
৩) কোন রাজ্য সরকার সম্প্রতি নির্যাতিত মহিলাদের জন্য ২৪ ঘন্টা হেল্পলাইন '181' চালু করেছে?
উত্তর- তামিলনাডু।
৪) কোন হকি একাডেমী 115 তম অল ইন্ডিয়া আগা খান গোল্ড কাপ হকি টুর্নামেন্ট ২018 সালের শিরোপা জিতেছে?
উত্তর- SAIL
৫) PETA-র প্রতিবেদন অনুসারে 2018 সালে ভারতের 'হটেস্ট ভেজিটারিয়ান' কারা?
উত্তর- অনুষ্কা শর্মা ও কার্তিক আরিয়ান।
৬) ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের কোথায় প্রথম জিন মোনেট সেন্টার অফ এক্সিলেন্স উদ্বোধন করল?
উত্তর- নতুন দিল্লি।
৭) মণিপুর সরকার কাকে মেথোইলিমা (Meethoileima) খেতাব দিয়ে সম্মানিত করল?
উত্তর- মেরি কম।
৮) টাইম ম্যাগাজিনের "বছরের সেরা ব্যক্তি" হিসেবে কার নাম করা হল?
উত্তর- সাংবাদিক জামাল খাশোগী।
৯) অরুণাচল প্রদেশের ২৩তম জেলা কোনটি?
উত্তর- শি ওমী।