১১ই ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১১ই ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) ১১ই ডিসেম্বর রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থার জন্ম হয়েছিল?
উত্তর- ইউনিসেফ
(UNICEF- ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সী ফান্ড)
২) ১১ই ডিসেম্বর কোন আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয়?
উত্তর- আন্তর্জাতিক পর্বত দিবস।
৩) রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসাবে কে নিযুক্ত হলেন?
উত্তর- শক্তিকান্ত দাস।
৪) স্যাংকচ্যুয়ারি ওয়াইল্ডলাইফ সার্ভিস অ্যাওয়ার্ড ২০১৮ কে পেলেন?
উত্তর- ইমরান সিদ্দিকী।
৫) ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ কোন দেশ সফরে রওনা হলেন?
উত্তর- মায়ানমার।
৬) ২০১৮ সালের সেরা মহিলা সাংসদ (রাজ্যসভা) হিসাবে কার নাম মনোনীত হল?
উত্তর- কানিমোঝি, ডিএমকে।
৭) ১ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট কোথায় আয়োজিত হল?
উত্তর- মোহালি, পাঞ্জাব।
৮) চারটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এমন প্রথম রাজ্য কোনটি?
উত্তর- কেরালা।