২৯ নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) ভারতের প্রথম হাইপারস্প্রেকটাল ইমেজিং স্যাটেলাইট (HysIS) উৎক্ষেপণ করল ইসরো। বহনকারী রকেট টির নাম কী?
উত্তর- PSLVC43
(শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হল)
২) ভারতের কোন রাজ্য এই প্রথম একটি মাত্র আপৎকালীন নাম্বার (ইমার্জেন্সি নাম্বার) চালু করল?
উত্তর- হিমাচল প্রদেশ।
৩) কোন মহিলা গলফার এই প্রথম অস্ট্রেলিয়ার গ্রেগ নর্মান মেডেল জিতলেন?
উত্তর- মিনজী লী।
৪) একটানা ১২৬ ঘন্টা নাচ করে কে গিনিস বুকে রেকর্ড তৈরি করল?
উত্তর- বন্দনা, নেপাল।
৫) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর- অরবিন্দ সাক্সেনা।
৬) জাতীয় দক্ষতা উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা হল?
উত্তর- এ এম নায়েক।
৭) জি ২০ সামিট ২০১৮ কোন স্থানে শুরু হয়?
উত্তর- আর্জেন্টিনা
৮) লজিক্স ইন্ডিয়া ২০১৯ কোন স্থানে অনুষ্ঠিত হবে?
উত্তর- নতুন দিল্লি।
৯) ৬২ তম জাতীয় শটগান চ্যাম্পিয়নশিপ ২০১৮ তে মহিলাদের বিভাগে কে সোনা জিতেছেন?
উত্তর- বর্ষা বর্মন।
১০) কোন রাজ্য বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলি সমাধানের জন্য ডেটা সিটি চালু করেছে?
উত্তর- কর্ণাটক।
১১) কোন সংস্থা বিশ্বের প্রথম জিএসটি ক্যালকুলেটর বাজারে আনল?
উত্তর- ক্যাসিও।
১২) ওয়ার্ল্ডব্যাংক লজিস্টিক্স পারফরম্যান্স ইন্ডেক্স-এ ভারতের স্থান কত?
উত্তর- ৪৪ তম।
১৩) ভারতরত্ন পণ্ডিত ভীমসেন জোশী লাইফ টাইম এচিভমেন্ট ফর ক্লাসিক্যাল মিউজিক কে পেলেন?
উত্তর- কেশব গিন্ডে।
১৪) কোন দেশের মহিলা হকি দল ফাইনালে FIH হকি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৮ জিতেছে?
উত্তর- নেদারল্যান্ডস।