৩০ শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

৩০ শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) ভারত, আমেরিকার বায়ুসেনার অনুশীলন কোপ ইন্ডিয়া ২০১৯ কোন স্থানে অনুষ্ঠিত হবে?
উত্তর- পশ্চিমবঙ্গ।
২) দক্ষিণ এশিয়া যুব শান্তি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হল?
উত্তর- নতুন দিল্লি
৩) ভারত, যুক্তরাজ্য নৌবাহিনীর অনুশীলন কোঙ্কান-১৮ কোন স্থানে অনুষ্ঠিত হল?
উত্তর- গোয়া।
৪) কে জর্জিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?
উত্তর- সালোম জুরিচিশভিলি।
৫) ভারত এবং চীনের সামরিক বাহিনীর যৌথ অনুশীলনটির নাম কী?
উত্তর- Hand in Hand
৬) ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির কোন দেশটিতে এই প্রথম একজন মহিলা সেনাপ্রধান নিযুক্ত হলেন?
উত্তর- স্লোভানিয়া।
৭) কোন চলচ্চিত্রটি ৪৯ তম IFFI-তে 'গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড' জিতলো?
উত্তর- ডোনবাস (Donbass)।
৮) কোন ভারতীয় চলচ্চিত্রটি আই.সি.এফ.টি ইউনেস্কো গান্ধী মেডেল জিতল?
উত্তর- ওয়াকিং উইথ দি উইন্ড।
৯) ভারতের প্রথম পেঁচা উৎসব (আউল ফেস্টিভাল) কোথায় আয়োজিত হল?
উত্তর- পুনে।
১০) কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক শিক্ষার্থীদের ভারতীয় ভাষাগুলি শিক্ষার জন্য কোন উদ্যোগ শুরু করল?
উত্তর- ভাষাসঙ্গম।