১লা ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) আজকের দিনটি কোন দিবস হিসেবে পালিত হয়?
উত্তর- বিশ্ব এইডস দিবস।
(এছাড়াও এই দিনটি ভারতে বর্ডার সিকিউরিটি ফোর্স রাইজিং ডে হিসাবে পালিত হয়)
২) প্রয়াত জর্জ হারবার্ট ওয়াকার বুশ আমেরিকার কততম রাষ্ট্রপতি ছিলেন?
উত্তর- ৪১তম।
৩) ভারতে সশস্ত্র চেনা সপ্তাহ কখন পালিত হয়?
উত্তর- ১-৭ই ডিসেম্বর।
৪) কোন ভারতীয় ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন-এর সর্বোচ্চ সম্মান 'ব্লু ক্রস' পেলেন?
উত্তর- অভিনব বিন্দ্রা।
৫) গবেষকদের মতে এখনও পর্যন্ত সবথেকে প্রভাবশালী চলচ্চিত্র কোনটি?
উত্তর- উইজার্ড অফ ওজ (Wizard of Oz)।