২রা ডিসেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) ভারতে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস কবে পালিত হয়?
উত্তর- ২রা ডিসেম্বর।
(১৯৮৪ সালে ভূপাল গ্যাস দুর্ঘটনার স্মরণে)
২) কোন ভারতীয় এই প্রথম আই এস এস এফ -এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন?
উত্তর- রবীন্দ্র সিং।
৩) এ বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কে জিতলেন?
উত্তর- ম্যাগনাস কার্লসেন।
৪) ই-দৃষ্টি সফটওয়্যারটির কাজ কী?
উত্তর- ট্রেনের সময়ানুবর্তিতা লক্ষ্য রাখা।
৫) ৩য় এশিয়ান-ভারত বাণিজ্য বৈঠক কোথায় আয়োজিত হল?
উত্তর- কুয়ালালামপুর, মালয়েশিয়া।
৬) গ্লোবাল এভিয়েশন সামিট কোথায় আয়োজিত হল?
উত্তর- নতুন দিল্লি।
৭) কোন দেশ 'অনাথ শিশুদের বেগারখাটা'কে দাসত্ব বলে চিহ্নিত করল₹
উত্তর- অস্ট্রেলিয়া।