২৮ শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

২৮ শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) কোন দেশ 2018 সালের এ ডেভিস কাপ জিতল?
উত্তর- ক্রোয়েশিয়া, ফ্রান্সকে হারিয়ে।
২) মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে মূল্যবান সংস্থা হিসেবে অ্যাপলকে পরাজিত করল কোন সংস্থা?
উত্তর- মাইক্রোসফট।
৩) নাসার কোন মহাকাশযান মঙ্গলবক্ষ স্পর্শ করল?
উত্তর- নাসা ইনসাইট প্রোব (InSight Probe)।
৪) FICA-র উদীয়মান শিল্পী পুরস্কার ২০১৮ কে পেলেন?
উত্তর- অনুপম রায়।
৫) আন্তর্জাতিক গীতা উৎসব কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর- কুরুক্ষেত্র।
৬) দেরাদুন বিমানবন্দরটি কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে নামাঙ্কিত করা হবে?
উত্তর- অটল বিহারি বাজপেয়ি।
৭) জাতীয় আইন দিবস কবে পালিত হয়?
উত্তর- ২৬শে নভেম্বর।
৮) জাতীয় অঙ্গদান দিবস (অর্গান ডোনেশন ডে) কবে পালিত হয়?
উত্তর- ২৭শে নভেম্বর।