২৭শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপ ২০১৮ কোথায় উদ্বোধন হল?উত্তর- ওড়িশার ভুবনেশ্বর।
২) কোন খেলোয়াড় টি-১০ লিগে প্রথম হ্যাট্রিক করলেন?
উত্তর- প্রবীণ টাম্বে (৪৭ বছর বয়স)।
৩) আইসিসি মহিলাদের বিশ্ব টি-২০ একাদশের অধিনায়ক কে নির্বাচিত হলেন?
উত্তর- হারমানপ্রীত কৌর।
৪) ভারতের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার কে হতে চলেছেন?
উত্তর- সুনীল অরোরা।
৫) আয়ুষ্মান ভারত প্রকল্প প্রয়োগে এখনো পর্যন্ত কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
উত্তর- গুজরাট।
৬) রাইমস (RIMES)-এর প্রতিবেদন অনুযায়ী কোন ঘূর্ণিঝড়টিকে 'বিরলতম' আখ্যা দেওয়া হয়েছে?
উত্তর- তিতলি।
৭) ২০১৮ সালের আইসিএফটি ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য কোন দুটি ছবি মনোনীত হয়েছে?
উত্তর- বারম ও ওয়াকিং উইথ দি উইন্ড।
৮) প্রথমতম ভারত ও রাশিয়ার মধ্যে স্ট্র্যাটেজিক ইকোনমিক ডায়লগ কোথায় শুরু হল?
উত্তর- সেন্ট পিটার্সবার্গ।