২৬ শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

২৬ শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১) আজকের দিনটি ভারতে কোন দিবস হিসেবে পালিত হয়?
উত্তর- সংবিধান দিবস।
- আজকের দিনটি ভারতে জাতীয় দুগ্ধ দিবস হিসেবেও পালিত হয়।
- ২০০৮ সালে আজকের দিনেই মুম্বাইয়ে আতংকবাদী হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।
২) সম্প্রতি কোথায় ভগবান বুদ্ধের ৭০ ফুট উঁচু মূর্তি উন্মোচন করা হল?
উত্তর- রাজগির, বিহার।
৩) ফুসফুসের স্বাস্থ্য বিষয়ক ৫০ তম বিশ্ব সম্মেলন (২০১৯) কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর- ভারতে।
৪) এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে কোন ভারতীয় অভিনেত্রী পুরস্কৃত হলেন?
উত্তর- নন্দিতা দাস।
৫) উবের ইটস (Uber Eats) কাকে ভারতের প্রথম ব্র্যান্ড এম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে?
উত্তর- আলিয়া বিহার।
৬) কোন দেশ 'খেলাধুলার অস্কার' ল্যরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০১৯ আয়োজন করবে?
উত্তর- মোনোকো।
৭) সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেতাব ২০১৮ কে জিতলেন?
উত্তর- সমীর বর্মা।