২৫শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

২৫শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১) শচীন টেন্ডুলকার কোন টায়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন?
উত্তর- অ্যাপোলো টায়ার্স।
২) ইউনিসেফ কাকে প্রথম উত্তর-পূর্বাঞ্চলের 'ইয়ুথ অ্যাডভোকেট' হিসাবে নিয়োগ করল?
উত্তর- নাহিদ আফ্রিন।
৩) ভারতীয় রেলের কোন জোন অল ইন্ডিয়া রেলওয়ে ব্রিজ চ্যাম্পিয়নশিপ জিতল?
উত্তর- দক্ষিণ পূর্ব রেলওয়ে।
৪) প্রয়াত রিকি জে (Ricky Jay) কোন ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তি ছিলেন?
উত্তর- অভিনেতা এবং জাদুকর (মাস্টার ম্যাজিশিয়ান)
৫) ইন্ডিয়া স্কিলস রিপোর্ট ২০১৯ অনুযায়ী কর্মসংস্থান-যোগ্যতার নিরিখে ভারতের কোন রাজ্যটি সর্বোচ্চ স্থানে রয়েছে?
উত্তর- অন্ধ্রপ্রদেশ।
৬) ভারতের প্রথম 'আবর্জনা থেকে শিল্পকলা' প্রদর্শনীর মিউজিয়ামটি কোথায় স্থাপিত হল?
উত্তর- ভুবনেশ্বর, ওড়িশা।
৭) কোন দেশ আইসিসি ওয়ার্ল্ড ওমেন্স টি-টোয়েন্টি জিতল?
উত্তর- অস্ট্রেলিয়া (ইংল্যান্ডকে হারিয়ে; এই নিয়ে চার বার)।