২৪ শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

২৪ শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১) কোন ভারতীয় বক্সার প্রথম মহিলা বক্সার হিসেবে ৬টি বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জিতলেন?
উত্তর- মেরি কম।
২) প্রথম ভারতীয় গল্ফার যিনি ইউরোপিয়ান ট্যুর 'রুকী অফ দি ইয়ার' (Rookie of the year) জিতলেন-
উত্তর- শুভঙ্কর শর্মা।
৩) মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় বক্সার ৫৭ কেজি বিভাগে রূপো জিতলেন?
উত্তর- সোনিয়া চাহল।
৪) কোন সংস্থা এশিয়া এনভায়রনমেন্ট এনফোর্সমেন্ট পুরষ্কার জিতল?
উত্তর- ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো।
৫) কলকাতা পুরোনিগমের নতুন মেয়র কে হতে চলেছেন?
উত্তর- ফিরহাদ হাকিম।