২৩ শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

২৩ শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১) কোন ভারতীয় মেক্সিকোয়ের সর্বোচ্চ অসামরিক সম্মান "মেক্সিকো অর্ডার অফ দি আজটেক ঈগল" পেলেন?
উত্তর- শ্যামা প্রসাদ গাঙ্গুলি।
২) ৩য় সায়াজি রত্ন পুরস্কার কে জিতলেন?
উত্তর- অমিতাভ বচ্চন।
৩) মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ সম্প্রতি কোন স্থানে মহাত্মা গান্ধীর মূর্তি সম্প্রতি প্রকাশ করলেন?
উত্তর- সিডনি, অস্ট্রেলিয়া।
৪) ২০১৮ সালের ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ পুরষ্কার কে পেলেন?
উত্তর- আজিম প্রেমজি (উইপ্রোর চেয়ারম্যান)।
৫) কোন দেশ ৫৯তম সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট জিতল?
উত্তর- বাংলাদেশ।


৬) কোন রাজ্য গর্ভবতী মহিলাদের ভোটদাতার সারিতে না দাঁড়িয়েই ভোট দেবার অনুমতি দিল?
উত্তর- মধ্য প্রদেশ।
৭) ভূমি রেকর্ড মানুষের কাছে সহজলভ্য করার জন্য কোন রাজ্য 'ভুদার' পোর্টাল চালু করেছে?
উত্তর- অন্ধ্র প্রদেশ।