২২ শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স
১) UNICEF-এর সবথেকে কম বয়সী শুভেচ্ছা দূত কে নিযুক্ত হলেন?
উত্তর- মিলি ববি।
২) শান্তি, নিরস্ত্রীকরণ ও উন্নয়নের জন্য ২০১৮ সালের ইন্দিরা গান্ধী পুরস্কার কে জিতেছেন?
উত্তর- সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট।
৩) ২০১৮ সালের গ্লোবাল ট্যালেন্ট র্যাংকিংয়ে কোন দেশ শীর্ষস্থানে রয়েছে?
উত্তর- সুইজারল্যান্ড।
- ভারতের স্থান ৫৩তম।
৪) কোন রাজ্য সরকার সম্প্রতি নারী সশক্তিকরণ সংকল্প অভিযান চালু করেছে?
উত্তর- উত্তর প্রদেশ।
৫) পার্বত্য ঔষধি বা মাউন্টেন মেডিসিনের ১২তম বিশ্ব সম্মেলন কোন স্থানে অনুষ্ঠিত হল?
উত্তর- কাঠমান্ডু, নেপাল।
৬) ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট কে নিযুক্ত হলেন?
উত্তর- দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াং।
৭) কে ভারতের অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিযুক্ত করেছেন?
উত্তর- জলজ শ্রীবাস্তব।
৮) ফিজির নতুন প্রধানমন্ত্রী কে নির্বাচিত হলেন?
উত্তর- ভোরেক বাইনিমারামা।