২১ শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

২১ শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১) ২১শে নভেম্বর কোন কোন দিবস হিসেবে পালিত হয়?
উত্তর- বিশ্ব টেলিভিশন দিবস (১৯৯৬ সালে ১ম বিশ্ব টেলিভিশন ফোরাম অনুষ্ঠিত হওয়ার তারিখ স্মরণে)।
- বিশ্ব মৎস্যপালন দিবস (বিশ্বব্যাপী মৎস্যজীবী সম্প্রদায় দ্বারা পালিত)।
- হ্যালো দিবস (Hello Day)।
২) ভারতের প্রথম বিশ্ববর্মা দক্ষতা উন্নয়ন বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে?
উত্তর- হরিয়ানা
৩) কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম ১ম ভূগর্ভস্থ হোটেল উন্মোচন করেছে?
উত্তর- চীন।
৪) রঞ্জি ট্রফিতে ১১০০০ রানের স্কোর করার প্রথম ব্যাটসম্যান কে?
উত্তর- ওয়াসিম জাফর।
৫) ভারতের প্রথম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্টার-ফেইথ স্টাডিজ কোথায় স্থাপিত হতে চলেছে?
উত্তর- পাঞ্জাব।
৬) ইন্ডো-মার্কিন যৌথ সামরিক অনুশীলন বজ্রপ্রহার ২০১৮ কোন স্থানে শুরু হয়েছিল?
উত্তর- জয়পুর, রাজস্থান।