২০শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

২০শে নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১) ইউনিভার্সাল চিলড্রেন ডে কবে পালিত হয়?
উত্তর- ২০শে নভেম্বর (এটি বিশ্বব্যাপী শিশুদের মধ্যে আন্তরিকতা ও সচেতনতা প্রচারের জন্য ১৯৫৪ সাল থেকে পালিত হচ্ছে)।
২) ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে আজকের দিনটির গুরুত্ব কী?
উত্তর- ১৯৮১ সালে ২০শে নভেম্বর ভারতের দ্বিতীয় রিমোট সেন্সিং স্যাটেলাইট ভাস্কর -২ উৎক্ষেপণ করা হয়েছিল, রাশিয়ান লঞ্চ ভেহিক্যাল ইন্টারকোসমস দ্বারা)
৩) কোন রাজ্য নতুন অনলাইন শিক্ষণ কর্মসূচি 'কুল' (KOOL) প্রবর্তন করল?
উত্তর- কেরালা।
৪) ভারত-রাশিয়ান যৌথ সামরিক অনুশীলন ইন্দ্রা-২০১৮ কোন স্থানে অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর - ঝাঁসি, উত্তরপ্রদেশ।
৫) এশিয়ার প্রথম মহিলা নিউরোসার্জেন যিনি সম্প্রতি প্রয়াত হলেন। কী নাম তাঁর?
উত্তর- ডাঃ টিএস কানকা (ভারত)।
৬) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (APEC) সম্মেলন 2018 কোথায় অনুষ্ঠিত হল?
উত্তর- পাপুয়া নিউ গিনি.
৭) ৬২ তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপ কোন স্থানে শুরু হয়েছে?
উত্তর- তিরুবন্তপুরম, কেরালা।
৮) বেঙ্গলুরু ওপেন ২০১৮ কে জিতেছে?
উত্তর- প্রজ্ঞেশ গুনেশ্বরন।
৯) কোন রাজ্য সপ্তম আন্তর্জাতিক পর্যটন মেলার আয়োজন করবে?
উত্তর- ত্রিপুরা।
১০) ১৪ তম শিশু নাট্যমেলা 'জশন-এ-বচপন' কোথায় আয়োজিত হয়েছিল?
উত্তর- নতুন দিল্লি।