১) আজকের দিনটি (১৯শে নভেম্বর) কোন কোন দিবস হিসেবে পালিত হয়?
উত্তর- বিশ্ব শৌচালয় দিবস (World Toilet Day),
আন্তর্জাতিক পুরুষ দিবস (International Mens Day),
জাতীয় সংহতি দিবস (প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে উদযাপিত)।
- এছাড়াও ঝাঁসির রানী লক্ষীবাই-এর জন্মদিবস হিসেবেও স্মরণীয় দিনটি।
২) Intex South Asia 2018 কোথায় আয়োজিত হচ্ছে?
উত্তর- কলম্বো, শ্রীলঙ্কা।
৩) এনফোর্সমেন্ট ডিরেক্টরের-এর নতুন অধিকর্তা হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর- সঞ্জয় কুমার মিশ্র।
৪) ভারতের তৃতীয় রাজ্য যা হুকা বার বা লাউঞ্জ নিষিদ্ধ করল-
উত্তর- পাঞ্জাব।
৫) কোন দুই দেশের যৌথ সামরিক মহড়ার নাম INDRA?
উত্তর- ইন্ডিয়া বা ভারত এবং রাশিয়া।
৬) কে ভারতের শল্যচিকিৎসক সংগঠনের সভাপতি নির্বাচিত হলেন?
উত্তর- রঘু রাম।