১৮ ই নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১) জাতীয় প্রাকৃতিক চিকিৎসা দিবস (Naturopathy Day) কবে উদযাপিত হয়?
উত্তর- ১৮ই নভেম্বর (২০১৮ সালেই প্রথম শুরু হল)।
২) কোন ভারতীয় সম্প্রতি গ্লোবাল এডুকেশন লিডার অ্যাওয়ার্ড ২০১৮ জিতলেন?
উত্তর- সরোজ সুমন গুলাটি।
৩) অল ইন্ডিয়া টেনিস এসোসিয়েশন চ্যাম্পিয়নশিপ ২০১৮ কে জিতলেন?
উত্তর- ধ্রুব সচদেব।
৪) কোন রাজ্য সম্প্রতি নঙকরেম নৃত্য উৎসব উদযাপন করল?
উত্তর- মেঘালয়।
৫) ভারতীয় সমাজ সেবা সম্মেলন (ষষ্ঠ) কোথায় আয়োজিত হল?
উত্তর- নতুন দিল্লি।
৬) কর্মসংস্থান-যোগ্যতার নিরিখে বিশ্বের সেরা ১০০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের কোন দুটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে?
উত্তর- IISc ব্যাঙ্গালোর (২৮তম), IIT দিল্লি (৫৩তম)।
৭) ৬২ তম জাতীয় শ‍্যুটিং চ্যাম্পিয়নশিপ (রাইফেল, পিস্তল) কোথায় শুরু হল?
উত্তর- কেরালা।