১) আজ কোন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর প্রয়াণ দিবস?
উত্তর- লালা লাজপত রায়।
(লাল-বাল-পাল ত্রয়ীর একজন। লাল= লালা লাজপত রায়, বাল = বালগঙ্গাধর তিলক এবং পাল = বিপিনচন্দ্র পাল)
২) প্রয়াত অ্যালিক পদমসী (Alyque Padamsee) কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর- থিয়েটার এবং বিজ্ঞাপন (তাঁকে ভারতের আধুনিক বিজ্ঞাপনচিত্র বা Ad film-এর পথিকৃত বলা হয়; অ্যাড গুরু নামে অধিক পরিচিত)।
৩) কোথায় ভারতের প্রথম হস্তী চিকিৎসালয় নির্মিত হল?
উত্তর- উত্তরপ্রদেশের মথুরাতে।
৪) সম্প্রতি আফ্রিকা মহাদেশের কোন দেশটি আফ্রিকার প্রথম হাইস্পিড রেললাইনের সূচনা করল?
উত্তর- মরক্কো।
৫) অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ২০১৮ সালের সেরা শব্দ (ওয়ার্ড অফ দি ইয়ার) কোনটি?
উত্তর- Toxic
৬) কোন ব্যাংক ভারতের প্রথম ইন্টারেক্টিভ ক্রেডিট কার্ডে প্রকাশ করল?
উত্তর- Indus IND Bank
৭) মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি হিসাবে কে শপথ গ্রহণ করলেন?
উত্তর- ইব্রাহিম মোহামেদ সোলিহ
৮) কোন রাজ্য দুগ্ধজাত শিল্পে উৎকর্ষতার জন্য "গো সমৃদ্ধি প্লাস স্কিম" চালু করল?
উত্তর- কেরালা।
৯) কেন্দ্রীয় এবং রাজ্য পরিসংখ্যান সংস্থাগুলির ২৬ তম সম্মেলন কোথায় আয়োজিত হল?
উত্তর- হিমাচল প্রদেশ।
১০) এলাহাবাদ হাইকোর্টের নতুন মুখ্য বিচারপতির নাম কী?
উত্তর- গোবিন্দ মাথুর।