১৬ই নভেম্বর ২০১৮ কারেন্ট অ্যাফেয়ার্স

১) আজকের দিনটি ভারতে কোন দিবস হিসেবে পালিত হয়?
উত্তর- ন্যাশনাল প্রেস ডে (National Press Day)।
(প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) প্রতিষ্টিত হয়েছিল ৪ঠা জুলাই, ১৯৬৬ কিন্তু আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছিল ১৬ই নভেম্বর ১৯৬৬ সালে)
২) এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী কোন অ্যাথলিট ভারতে ইউনিসেফের ইউথ অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?
উত্তর- হিমা দাস।
৩) ২০১৯ সালের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে কে নিমন্ত্রিত হয়েছেন?
উত্তর- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা (Cyril Ramaphosa)।
৪) কোন ফুটবলারের লা লিগা (La Liga) ফুটবলার অফ দা ইয়ার পুরস্কার জিতলেন?
উত্তর- লিওনেল মেসি।
- এই নিয়ে ছ'বার।
৫) মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হল?
উত্তর- দিল্লিতে।
৬) ইসরোর (ISRO) বর্তমান প্রধান কে রয়েছেন?
উত্তর- কে. শিবান।
৭) মিজোরামের মুখ্য নির্বাচন আধিকারিক হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর- আশিস কুন্দ্র।
৮) অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাডুতে আজ কোন ঘূর্ণিঝড় আছড়ে পড়ল?
উত্তর- গাজা।
৯)কোন সাহিত্যিক ২০১৮ সালের মুনিন বার্কোটকি সাহিত্য পুরষ্কার পেলেন?
উত্তর- দেবভূষণ বোরা।
১০) কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ "নিপুণ" নামক ই-লার্নিং পোর্টালের সূচনা করল?
উত্তর- দিল্লি।