১) ইসরো ভারতের সবথেকে ভারী কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণ করল। কী নাম সেটির?
উত্তর- GSAT 29
- শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হল।
২) এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ কখন পালিত হয়?
উত্তর- ১২ই নভেম্বর থেকে ১৮ই নভেম্বর।
৩) ২০১৮ ফুঝৌ চিনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট কে জিতলেন?
উত্তর- কেনো মোমোটা।
৪) কোন শহর জনস্বাস্থ্যের জন্য যোগাসনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে?
উত্তর- পাঞ্জিম
৫) কোন রাজ্য সরকার "জশন-ই-বিরাসত-ই-উর্দু" উৎসব উদযাপন করছে?
উত্তর- দিল্লি।